নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম নগরজুড়ে নিরাপত্তা তৎপরতা

চাটগাঁ নিউজ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চট্টগ্রাম নগরীর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে পুলিশ।

এর অংশ হিসেবে শনিবার (৩১ জানুয়ারি) সকাল থেকে নগরীর গুরুত্বপূর্ণ এলাকা কাজীর দেউড়ি মোড়ে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম চালানো হয়।

চেকপোস্টে যানবাহন থামিয়ে তল্লাশি করা হয় এবং পথচারীদের সন্দেহজনক আচরণ পর্যবেক্ষণ করা হয়। এ সময় বিভিন্ন যানবাহনের বৈধ কাগজপত্রও যাচাই করে পুলিশ।

পুলিশ সূত্র জানায়, নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা, সহিংসতা কিংবা অপরাধমূলক কর্মকাণ্ড ঠেকাতে নগরীর প্রবেশ ও বহির্গমন পয়েন্টগুলোতে বিশেষ নজরদারি রাখা হয়েছে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, নির্বাচন যেন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে সার্বক্ষণিক নিরাপত্তা তৎপরতা চালানো হচ্ছে। কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top