চাটগাঁ নিউজ ডেস্ক: ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ভোটের ফলাফল ঘোষণায় অযৌক্তিক বিলম্ব হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তিনি দাবি করেন, নির্বাচন কমিশন ফল প্রকাশে তিন দিন সময় লাগবে বললেও এর পেছনে অসৎ উদ্দেশ্য থাকতে পারে।
শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর পল্টনে ব্যবসায়ীদের সঙ্গে এক নির্বাচনী মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, ফল ঘোষণায় যদি ১২ ঘণ্টার বেশি দেরি হয়, তাহলে ধরে নিতে হবে ভেতরে ভেতরে কিছু একটা হচ্ছে। কোনো ধরনের কারচুপি বা অসততার মাধ্যমে মানুষের ভোটাধিকার নষ্ট হতে দেওয়া হবে না। এ সময় তিনি সরকারকে বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানান।
তিনি আরও জানান, ফল ঘোষণা না হওয়া পর্যন্ত পোলিং এজেন্টরা কেন্দ্র ত্যাগ করবেন না।
বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র এখনও চলমান রয়েছে বলে অভিযোগ করে তিনি বলেন, ঢাকা-৮ আসনকে ঘিরে গভীর ষড়যন্ত্র চলছে। আমরা ধৈর্য ধরছি, কিন্তু কেউ যদি ধৈর্যের সীমা অতিক্রম করে, তাহলে তার দায় তাদেরই নিতে হবে। আমরা শুধু একটি সুষ্ঠু ও পরিচ্ছন্ন নির্বাচন চাই।
নিজের বিরুদ্ধে সমালোচনার প্রসঙ্গ টেনে মির্জা আব্বাস বলেন, কিছু নতুন মুখ অহেতুক বড় বড় কথা বলছে এবং তাকে আক্রমণ করছে। তিনি দাবি করেন, এলাকার মানুষ ও ব্যবসায়ীরা তাকে ভালোভাবেই চেনেন এবং তার সততা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই।
নির্বাচন আদায়ের পেছনে দীর্ঘ সংগ্রামের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, এই নির্বাচন কেউ দান করেনি। ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের ফলেই আজকের এই নির্বাচন সম্ভব হয়েছে।
দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, সরকার পরিবর্তনের পরও সাধারণ মানুষ প্রত্যাশিত স্বস্তি পায়নি। এ অবস্থায় দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় বিএনপিকে নির্বাচনে বিজয়ী করার আহ্বান জানান তিনি।
ভোটের দিন ঘিরে শঙ্কার কথাও তুলে ধরে মির্জা আব্বাস বলেন, ১২ তারিখে ভোটাধিকার প্রয়োগের সময় সবাইকে সতর্ক থাকতে হবে। নানা ধরনের অপতৎপরতার আশঙ্কা রয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন






