বান্দরবান শহর থেকে দুটি গ্যাস গ্রেনেড উদ্ধার

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে পরিত্যক্ত অবস্থায় দুইটি গ্যাস গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩১ জানুয়ারি) সকালে বান্দরবান পৌরসভার কাশেমপাড়া এলাকার একটি ঝিরির পাশ থেকে গ্রেনেড দুটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তনিম, তানভিরসহ এলাকার কয়েকজন শিশু ঝিরির পাশে খেলতে যায়। এ সময় তারা ঝিরির পাশে পলিথিনে মোড়ানো একটি পরিত্যক্ত বস্তু দেখতে পায়। কৌতূহলবশত পলিথিন খুলে গোলাকার দুইটি বস্তু দেখতে পেয়ে সেগুলো নিয়ে আসে। পরে স্থানীয়দের মুখে ‘বোমা’ শব্দ শুনে তারা বাসস্টেশন এলাকায় টহলরত পুলিশের কাছে বস্তু দুটি হস্তান্তর করে।

তনিম ও তানভির জানায়, খেলতে গিয়ে ড্রেইনের ওপর পলিথিনে মোড়ানো কিছু দেখতে পেয়ে তাদের কৌতূহল জাগে। পলিথিন খুলে সেখানে দুইটি বোমা সদৃশ বস্তু পেয়ে তারা তা পুলিশকে দিয়ে দেয়।

এ বিষয়ে বান্দরবান জেলা পুলিশ সুপার মো. আবদুর রহমান বলেন, উদ্ধার হওয়া বস্তু দুটি গ্যাস গ্রেনেড, যা মূলত দাঙ্গা বা মব ছত্রভঙ্গ করতে পুলিশ ব্যবহার করে থাকে।

তিনি জানান, গত ৫ আগস্ট বান্দরবান থানা আক্রান্ত হয়নি, ফলে এগুলো বান্দরবান পুলিশের ব্যবহৃত গ্রেনেড নয়। ধারণা করা হচ্ছে, অন্য কোনো জেলা থেকে পুলিশের লুট হওয়া গ্রেনেড হতে পারে এগুলো। তিনি আরও বলেন, এ ঘটনায় আসন্ন নির্বাচনে কোনো ধরনের প্রভাব পড়বে না।

চাটগাঁ নিউজ/ইলিয়াছ/এমকেএন

Scroll to Top