পটিয়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল এক নৌ সৈনিকের

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের পটিয়ায় বাসের ধাক্কায় এক নৌ সৈনিকের মৃত্যু হয়েছে। মো. সাকিব (৩৯) নামের ওই সৈনিক বাংলাদেশ নৌ বাহিনীর চট্টগ্রামের ঈসা খাঁ ঘাঁটিতে কর্মরত ছিলেন। এই ঘটনায় মো. ইকরাম হোসেন (২৯) নামে আরো একজন আহত হয়েছেন।

আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে পটিয়া বাইপাসের শেয়ানপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত সাকিব চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকার মৃত আবু হানিফের পুত্র। তারা ছুটির দিন উপলক্ষ্যে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিল।

জানা গেছে, বাংলাদেশ নৌ বাহিনীর চট্টগ্রাম ঈসা খাঁ ঘাঁটির সৈনিক মো. সাকিব ও ইকরাম শুক্রবার সকালে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। তাদের মোটরসাইকেলটি পটিয়া বাইপাসের শেয়ানপাড়া পয়েন্টে পৌঁছালে পেছন থেকে হানিফ এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই মারা যান নৌ বাহিনীর সৈনিক সাকিব।

এসময় র‌্যাবের একটি টহল টিম আহত ইকরামকে উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করে।

পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ জানান, বাসের ধাক্কায় মোটরসাইকেল এক আরোহী নিহত হয়েছেন। নিহত সাকিব নৌ বাহিনীর একজন সৈনিক বলে জানতে পেরেছি। বাস ও বাইক পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top