চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের পটিয়ায় বাস চাপায় মোহাম্মদ আলী (৩৫) নামের এক স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের ২নং ওয়ার্ডের কৈগ্রাম এলাকার মো. হাশেমের পুত্র বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার আরকান সড়কের উপজেলার জিরি মাদরাসা গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, স্বর্ণ ব্যবসায়ী মোহাম্মদ আলী চট্টগ্রাম নগরীর হাজারি গলির স্বর্ণ ব্যবসায়ী। বৃহস্পতিবার রাতে তাদের এক প্রতিবেশীর মেহেদি অনুষ্ঠানে যোগ দিতে তিনি মোটরসাইকেলে করে পটিয়ার শান্তিরহাটে যান। সেখানে মোটরসাইকেলে বসা অবস্থায় একটি বাস পেছন থেকে এসে তাকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান।
জিরি কৈগ্রাম এলাকার মো. মারুফ নামে এক সিএনজি চালক জানান, নিহত আলী দোকান বন্ধ করে শান্তিরহাট এলাকার একটি মেহেদি অনুষ্ঠানে যাচ্ছিলেন। তিনি মোটরসাইকেলের পেছনে বসা ছিলেন। এসময় চট্টগ্রামমুখী একটি বাস মোটরসাইকেলটির পেছনে চাপা দিলে ঘটনাস্থলে মারা যান তিনি।
পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ জানান, বাস চাপায় স্বর্ণ ব্যবসায়ী নিহতের ঘটনাটি জেনেছি। তবে এখনও এ বিষয়ে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
চাটগাঁ নিউজ/জেএইচ





