২৫ বছর আগে কুপিয়ে হত্যা: একজনের মৃত্যুদণ্ড ও ৮ জনের যাবজ্জীবন

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামের আনোয়ারায় ২৫ বছর আগে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনায় একজনকে মৃত্যুদণ্ড এবং আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. জাহিদুল হক এই রায় দেন।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) এস ইউ এম নুরুল ইসলাম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, যাবজ্জীবনপ্রাপ্ত আসামিদের ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাদের আরও ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলায় ১১ জন আসামি থাকলেও বিচার চলাকালে দুইজন মারা যাওয়ায় তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ২০০০ সালের ৭ জুলাই জমির ঘাস পরিষ্কার করা নিয়ে বিবাদের জেরে আসামিরা নুরুল আবছার ও নুর আহম্মদের ওপর হামলা চালায়।এসময় তারা আগ্নেয়াস্ত্র ও লোহার রড দিয়ে ভুক্তভোগীদের আঘাত করে। গুরুতর আহত অবস্থায় নুর আহম্মদকে হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ তদন্ত শেষে ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয়। ২০০৪ সালে অভিযোগ গঠনের মাধ্যমে এই মামলার বিচার শুরু হয়। মোট ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ এই রায় দেন।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top