‘না’ ভোটের পক্ষে বিএনপি নেতা নাজিমুরের ফেসবুক পোস্ট ভাইরাল

চাটগাঁ নিউজ ডেস্ক : গণভোটে ‘না’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন চট্টগ্রাম নগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান।

বুধবার (২৮ জানুয়ারি) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান। মুহূর্তের মধ্যেই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার শুরু হয়।

ফেসবুক পোস্টে নাজিমুর রহমান লেখেন, ‘গণভোট প্রতারণার ফাঁদ, জোর করে জনগণের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। আমি না ভোটের পক্ষে। গণতন্ত্র আর দেশের স্বার্থে আপনিও না ভোট দিন।’

এ বিষয়ে জানতে চাইলে তিনি গণমাধ্যমকে জানান, ‘না’ ভোটের পক্ষে ফেসবুকে পোস্ট দিয়েছেন। কারণ ‘হ্যাঁ ভোট দিলে জনগণের ভোটে নির্বাচিত দলকে আরও ছয় মাস অপেক্ষায় থাকতে হবে। ছয় মাস বাড়তি সময় পাবে বর্তমান অন্তর্বর্তী সরকার। এতে জনগণের ভোটে নির্বাচিত দল ক্ষমতা গ্রহণ করতে পারবে না। এসব বিষয় বিবেচনায় আমি ‘না’ ভোটের পক্ষে।’

না ভোট দেওয়ার জন্য দলীয় কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, ‘এটি আমার ব্যক্তিগত মতামত।’

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top