বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা

চাটগাঁ নিউজ ডেস্ক: বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনায় রেখে নিজ দেশের নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য। দেশটির আশঙ্কা, নির্বাচন ঘিরে রাজনৈতিক সহিংসতা ও উগ্রবাদী গোষ্ঠীর হামলার ঝুঁকি তৈরি হতে পারে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) যুক্তরাজ্যের ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) এক বিবৃতিতে এ সতর্কতা জারি করে।

এতে বলা হয়, এফসিডিওর ভ্রমণ পরামর্শ উপেক্ষা করে বাংলাদেশ সফর করলে সংশ্লিষ্ট ব্যক্তির ভ্রমণ বীমা কার্যকারিতা হারাতে পারে।

নোটিশে ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকার পরামর্শ দিয়ে বলা হয়েছে, ভ্রমণের আগে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলা জরুরি।

এছাড়া, অত্যাবশ্যকীয় প্রয়োজন ছাড়া বাংলাদেশের অধিকাংশ এলাকায় ভ্রমণ না করার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের তিন জেলা—রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান—এই অঞ্চলে জরুরি প্রয়োজন ব্যতীত ভ্রমণ এড়িয়ে চলতে বলা হয়েছে।

এফসিডিও জানায়, এসব এলাকায় বিশেষ করে দুর্গম অঞ্চলে সহিংসতা ও বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের ঘটনা প্রায়ই ঘটছে, যা বিদেশি নাগরিকদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

নির্বাচন প্রসঙ্গে সতর্কবার্তায় উল্লেখ করা হয়, বাংলাদেশে আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং ইতোমধ্যে ২২ জানুয়ারি থেকে নির্বাচনি প্রচারণা শুরু হয়েছে। এই সময়ে রাজনৈতিক কর্মসূচি, সমাবেশ ও ভোটকেন্দ্রকে লক্ষ্য করে সহিংসতা বা হামলার আশঙ্কা রয়েছে, যা সাধারণ মানুষের পাশাপাশি বিদেশিদের নিরাপত্তার জন্যও হুমকি সৃষ্টি করতে পারে।

চাটগাঁ নিউজ/এমকেএন

 

Scroll to Top