বোয়ালখালীতে প্রবাসীর বাড়িতে হামলা, আহত বৃদ্ধ মা–বাবা

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় গভীর রাতে এক প্রবাসীর বাড়িতে ঢুকে দুর্বৃত্তরা তার বৃদ্ধ মা–বাবাকে পিটিয়ে আহত করেছে।

বুধবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত প্রায় পৌনে ৩টার দিকে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে বাদশা মৌলভীর বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির মালিক জাকের হোসেন বর্তমানে আবুধাবিতে অবস্থান করছেন। বাড়িতে তার স্ত্রী ও বৃদ্ধ মা–বাবা বসবাস করেন। রাতের আঁধারে দুর্বৃত্তরা মই ব্যবহার করে ভবনের সিঁড়ি ঘর দিয়ে ভেতরে প্রবেশ করে।

প্রবাসী জাকের হোসেন জানান, হামলাকারীরা ঘুমন্ত অবস্থায় তার বাবা আবদুল হাশেম (৬০) ও মা সিরাজ খাতুনকে (৫৫) লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে মারধর করে। তবে ভেতরের কক্ষের দরজা বন্ধ থাকায় তার স্ত্রীকে আঘাত করতে পারেনি তারা।

ঘটনার সময় প্রবাসে বসেই সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পুরো বিষয়টি প্রত্যক্ষ করেন জাকের হোসেন। ফুটেজে দেখা যায়, তিনজন যুবক অস্ত্র হাতে ড্রয়িং রুমে ঢুকে বৃদ্ধ দম্পতির ওপর হামলা চালায়।

আহত সিরাজ খাতুনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top