পেকুয়ায় প্রজন্ম লীগ নেতাসহ দুইজন গ্রেপ্তার, উদ্ধার দেশীয় অস্ত্র

চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের পেকুয়া উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর পরিচালিত বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ দুইজনকে আটক করা হয়েছে। অভিযানের সময় তাদের হেফাজত থেকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ভোর আনুমানিক ৬টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের মাতবর পাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

অভিযান চলাকালে আটককৃতদের কাছ থেকে একটি মেটাল ব্যাটন ও চারটি কিরিচ উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া দু’জন হলেন— মাতবর পাড়ার বাসিন্দা নাজেম উদ্দিনের ছেলে মোঃ মোকতার এবং শাহীন আলম। মোঃ মোকতার উপজেলা বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি বলে জানা গেছে।

পুলিশ সূত্র জানায়, আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, যৌথ বাহিনীর অভিযানে অবৈধ দেশীয় অস্ত্রসহ দুইজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র ও অস্ত্রধারীদের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top