চাটগাঁ নিউজ ডেস্ক : নগরের সার্সন রোডস্থ জয়পাহাড় কেটে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ভবন নির্মাণকালে পরিদর্শনে গিয়ে কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
পরিবেশ অধিদপ্তরের একটি টিম সরজমিনে জয়পাহাড় পরিদর্শন করে বিপিসিকে কাজ বন্ধ রাখার নির্দেশ দেয়। একইসাথে অধিদপ্তরে উপস্থিত হয়ে শুনানিতে ব্যাখা প্রদানের নির্দেশ দিয়েছে। অন্যথায় বিপিসির বিরুদ্ধে একতরফাভাবে সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানিয়ে দেয়া হয়েছে।
বিপিসি বলছে, ৫ তলা স্টিল স্ট্রাকচারের একটি ভবন তৈরি করা হচ্ছে। বিপিসির নিজস্ব কার্যালয় না থাকায় তাদের ভাড়া ভবনে দীর্ঘদিন ধরে অফিস করতে হচ্ছে। জয়পাহাড়ে নিজস্ব জায়গায় নিজেদের অফিস করতে গিয়ে বিপিসি পাহাড় কাটছে বলে অভিযোগ উঠে।
পরিবেশ অধিদপ্তরের একটি টিম গতকাল বিকেলে সরজমিনে জয়পাহাড় পরিদর্শন করে পাহাড় কাটার প্রমাণ পায়। বিপিসি পাহাড় কেটে রিটেইনিং ওয়াল নির্মাণ করছে বলে পরিবেশ অধিদপ্তরের দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান।
তিনি বলেন, বিপিসিকে নোটিশ করে অধিদপ্তরে হাজির হয়ে শুনানিতে অংশ নিয়ে ব্যাখা প্রদান করতে বলা হয়েছে। অন্যথায় একতরফাভাবে বিপিসির বিরুদ্ধে সিদ্ধান্ত নেয়া হবে বলেও নোটিশে জানিয়ে দেয়া হয়েছে।
চাটগাঁ নিউজ/এসএ





