আচরণবিধি লঙ্ঘন: সন্দ্বীপে জামায়াত প্রার্থীকে শোকজ

সন্দ্বীপ প্রতিনিধি: জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আলাউদ্দীন শিকদারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ইলেক্টোরাল ইনকোয়রি কমিটি।

বুধবার (২৮ জানুয়ারি) ইলেক্টোরাল ইনকোয়রি ও এডজুডিকেশন কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দীনের স্বাক্ষরে এ নোটিশ জারি করা হয়।

নোটিশে উল্লেখ করা হয়, নির্বাচনী আচরণবিধি অমান্য করে জামায়াত প্রার্থী নিজের প্রচার গাড়িতে ব্যানার ব্যবহার করেছেন এবং সন্দ্বীপ পৌরসভা মার্কেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিলবোর্ড স্থাপন করেছেন। অভিযোগ অনুযায়ী, তিনি ২০টির বেশি বিলবোর্ড বসানোর পাশাপাশি প্রচারণায় ১২টি মাইক ব্যবহার করেছেন।

বিএনপি প্রার্থীর পক্ষ থেকে উত্থাপিত অভিযোগে বলা হয়েছে, এসব কর্মকাণ্ডের মাধ্যমে তিনি নির্বাচনী আচরণ বিধিমালা ৭-এর (খ) এবং ১৭-এর (১) ধারা লঙ্ঘন করেছেন।

এ প্রেক্ষিতে আগামী ৩১ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে নোটিশে।

উল্লেখ্য, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৬০ হাজার ৪৮৫ জন। আসনটিতে এবারের নির্বাচনে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং একজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

চাটগাঁ নিউজ/ফয়সাল/এমকেএন

Scroll to Top