চাটগাঁ নিউজ ডেস্ক : রাঙামাটির কাপ্তাই ন্যাশনাল পার্কে জন্ম হলো নতুন হাতি শাবকের। গত শুক্রবার হাতির বাচ্চাটির জন্ম হয়েছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন।
তিনি বলেন, দেশের সমৃদ্ধ বনাঞ্চল কাপ্তাই ন্যাশনাল পার্কে নতুন বছরে হাতি শাবকের জন্ম আমাদের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ। বন বিভাগ বুনোহাতিদের আবাসস্থল রক্ষা এবং তাদের খাদ্য সংকট দূর করতে নানা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। কাপ্তাই ন্যাশনাল পার্ক দেশের অন্যতম একটি বৃহৎ বনাঞ্চল। এখানে ৪০-৪২টি বন্যহাতির আবাস ও বিচরণ রয়েছে। পার্কটির অভয়ারণ্যে বুনোহাতি ছাড়াও বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী ও বনজসম্পদ রয়েছে। গত কয়েক বছরে কাপ্তাই জাতীয় উদ্যানে এ পর্যন্ত তিনটি হাতি শাবকের জন্ম হয়েছে। সর্বশেষ জন্ম নেওয়া হাতির বাচ্চাটির নিরাপত্তায় বুনোহাতির পালটিকে সার্বক্ষণিক নজরে রাখছি।
তিনি আরও বলেন, সম্প্রতি পার্কটিতে হাতি ও মানুষের যে দ্বন্দ্ব তৈরি হয়ে আসছিল তার জন্য মানুষেরও দায় রয়েছে। হাতির আবাসস্থল বা চলাচলের করিডরে মানুষ চলাচলের পাকা রাস্তা, বসতিসহ বিভিন্ন স্থাপনা তৈরি করেছে। ফলে হাতির চলাচলে বিঘ্ন ঘটছে। এতে উত্তেজিত হয়ে বন্যহাতি মানুষের ওপর আক্রমণ করে। এজন্য সবার জনসচেতনতা দরকার।
কাপ্তাই ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যানের অবস্থান রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলায়। এটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি সংরক্ষিত বন। ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত ৫ হাজার ৪৬৪ হেক্টর আয়তনের এ পার্কে চিরহরিৎ বনাঞ্চল, পাশে বিশাল কাপ্তাই হ্রদ, পাহাড়ি ঝরনাধারা, পশু-পাখিসহ জীববৈচিত্র্যের অভয়ারণ্য রয়েছে। এটি বন্যপ্রাণী ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বেশ পরিচিত।
চাটগাঁ নিউজ/এসএ






