আন্তর্জাতিক ডেস্ক: আসন্ন পবিত্র রমজানে মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে প্রতিদিন ১০ রাকাত তারাবিহ এবং এর পর ৩ রাকাত বিতর নামাজ আদায় করা হবে। দুই পবিত্র মসজিদের ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানকারী সংস্থা—জেনারেল প্রেসিডেন্সি ফর দ্য অ্যাফেয়ার্স অব দ্য টু হোলি মস্কস—এই সিদ্ধান্ত নিশ্চিত করেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, রমজান মাসে হারামাইন শরিফাইনে তারাবিহ নামাজের পদ্ধতিতে কোনো পরিবর্তন আনা হচ্ছে না। পূর্বের মতোই প্রতি রাতে মোট ১৩ রাকাত নামাজ অনুষ্ঠিত হবে, যেখানে পাঁচবার সালাম ফেরানো হবে এবং শেষ সালামটি হবে বিতর নামাজের মাধ্যমে।
সংস্থাটি আরও জানায়, এই পদ্ধতি সুন্নি মুসলমানদের মধ্যে দীর্ঘদিন ধরে প্রচলিত এবং ধর্মীয়ভাবে অনুসৃত একটি নিয়মিত কাঠামো। মুসল্লিদের সুবিধা ও শৃঙ্খলা বজায় রাখার বিষয়টি বিবেচনায় রেখেই এই নিয়ম বহাল রাখা হয়েছে।
তবে তারাবিহ নামাজের নির্দিষ্ট সময়সূচি ও দায়িত্বপ্রাপ্ত ইমামদের নাম রমজান শুরুর আগ মুহূর্তে আলাদাভাবে ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।
প্রসঙ্গত, রমজান মাসে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিদিন বিপুলসংখ্যক মুসল্লি মক্কা ও মদিনায় সমবেত হন। নামাজের নির্ধারিত এই কাঠামো ভিড় নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা সহজ করতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উল্লেখ্য, একসময় মসজিদুল হারাম ও মসজিদে নববীতে ২০ রাকাত তারাবিহ নামাজ আদায় করা হতো। তবে ২০২০ সালে করোনাভাইরাস মহামারির সময় স্বাস্থ্যঝুঁকি এড়াতে রাকাত সংখ্যা কমিয়ে ১০ নির্ধারণ করা হয়। পরবর্তীতে সেই নিয়মই বহাল রয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন






