চট্টগ্রামে নির্বাচনী গণসংযোগে জামায়াত-বিএনপি পাল্টাপাল্টি হামলার অভিযোগ

চাটগাঁ নিউজ ডেস্ক: নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরীতে বিএনপি-জামায়াত পাল্টাপাল্টি হামলার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ১০টার দিকে চট্টগ্রাম-১০ আসনের খুলশী থানাধীন আমবাগান এলাকায় উভয়পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলার এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, খুলশীতে জামায়াতে ইসলামী ও বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে সেটি সংঘর্ষে রূপ নেয়। এতে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের’ একটি কার্যালয় ভাঙচুর করা হয় এবং উভয় পক্ষের একাধিক কর্মী আহত হয়।

পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-১০ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী শামসুজ্জামান হেলালীর পক্ষে গণসংযোগ শেষ করে রাতে ফিরছিল কর্মী-সমর্থকরা। ফেরার পথে আমবাগান এলাকায় বিএনপির সহযোগী সংগঠন ‘আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ’-এর কার্যালয়ের সামনে স্লোগান দেয় তারা। এ সময় ভেতরে অবস্থানরত বিএনপির নেতা-কর্মীরা বাইরে এসে পাল্টা স্লোগান দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

এদিকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, সংঘর্ষে তাদের সাতজন কর্মী আহত হয়েছেন।

অন্যদিকে বিএনপির অভিযোগ, তাদের কার্যালয় ভাঙচুরের পাশাপাশি সেখানে অবস্থানরত নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে।

এ বিষয়ে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, দুই দলের লোকজনের পাল্টাপাল্টি স্লোগান থেকেই মূলত উত্তেজনার সূত্রপাত হয়। পুলিশ আগে থেকেই এলাকায় মোতায়েন ছিল বলেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা গেছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top