জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা: আসামি মিজানসহ গ্রেপ্তার ২

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি মোহাম্মদ মিজান এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) র‍্যাব-৭ বিষয়টি নিশ্চিত করেছে।

র‍্যাব জানায়, গত ১৯ জানুয়ারি জঙ্গল সলিমপুর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতারের উদ্দেশে অভিযান পরিচালনাকালে দুষ্কৃতিকারীরা র‍্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে চারজন র‍্যাব সদস্য গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম সিএমএইচে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজন র‍্যাব সদস্যকে মৃত ঘোষণা করেন। অপর তিনজন বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন। নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ ঘটনায় ২২ জানুয়ারি র‍্যাব-৭ চট্টগ্রাম বাদী হয়ে সীতাকুণ্ড থানায় ২৯ জনকে এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা ১৫০-২০০ জনকে আসামি করে মামলা দায়ের করে।

র‍্যাব-৭ এর পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৫ জানুয়ারি সন্ধ্যার দিকে চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন ইস্পাহানি মোড় এলাকায় অভিযান চালিয়ে মামলার ১৬ নম্বর এজাহারনামীয় পলাতক আসামি মোহাম্মদ মিজানকে (৫৩) গ্রেপ্তার করা হয়। তার পিতার নাম শাহজাহান মোল্লা প্রকাশ দেলোয়ার হোসেন। তার বাড়ি চাঁদপুর জেলার শাহরাস্তি থানার নরুমপুর গ্রামে।

এছাড়া, ২৬ জানুয়ারি ভোর ৫টা ২০ মিনিটে বায়েজিদ বোস্তামী থানাধীন বগুড়া নিবাস এলাকায় অভিযান চালিয়ে মামলার সন্দেহভাজন পলাতক আসামি মোহাম্মদ মামুনকে (৩৮) গ্রেপ্তার করা হয়। তার পিতা মৃত বোরহান উদ্দিন। তার বাড়ি চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থানার কালাভানিয়া এলাকায়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র‍্যাব-৭।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top