পড়া হয়েছে: 91
চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের চৌধুরী বাড়ি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি একচালা কাঁচা বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার (২৬ জানুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে বাঁশখালী ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
বাঁশখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমান জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে সক্ষম হন।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ঘরের ভেতরে ব্যবহৃত মাটির চুল্লি থেকেই আগুনের উৎপত্তি হয়েছে। এ ঘটনায় বসতঘরসহ আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে গিয়ে প্রায় চার লক্ষ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





