ক্রীড়া ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)–সংক্রান্ত বিষয়ে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে অবহিত করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও দেশটির ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি। তিনি জানিয়েছেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে আগামী শুক্রবার অথবা সোমবার।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, আজ সোমবার (২৬ জানুয়ারি) ইসলামাবাদে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করেন মহসিন নাকভি। বৈঠকে তিনি আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মধ্যে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে ব্রিফ করেন।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানও নাকভি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠক ছিল ফলপ্রসূ। তিনি জানান, আইসিসি-সংক্রান্ত বিষয়টি সমাধানে সব বিকল্প খোলা রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আলোচনায় সিদ্ধান্ত হয়, আগামী শুক্রবার অথবা সোমবার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার আইসিসির সিদ্ধান্তের পর পাকিস্তানের অংশগ্রহণ নিয়েও প্রশ্ন দেখা দেয়।
বাংলাদেশ নিরাপত্তাজনিত কারণে ভারতে খেলতে অস্বীকৃতি জানালে গত শনিবার আইসিসি তাদের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। আগামী মাসে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের সূচি পরিবর্তন করে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের প্রস্তাবও আইসিসি গ্রহণ করেনি।
আইসিসির সিদ্ধান্ত ঘোষণার কয়েক ঘণ্টা আগে মহসিন নাকভি বলেছিলেন, বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হচ্ছে এবং তাদের বিশ্বকাপে খেলতে দেওয়া উচিত। সে সময় তিনি জানিয়েছিলেন, পাকিস্তানের অংশগ্রহণও এখনো নিশ্চিত নয়।
এদিকে, আন্তর্জাতিক ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ডব্লিউসিএ) বাংলাদেশের অনুপস্থিতিকে ক্রিকেটের জন্য দুঃখজনক বলে মন্তব্য করেছে। সংস্থাটির প্রধান নির্বাহী টম মফাত বলেন, এটি খেলাটিকে বিভক্ত না করে ঐক্যবদ্ধ করার বিষয়ে নতুন করে ভাবার সময় এসেছে। সূত্র: ডন
চাটগাঁ নিউজ/এমকেএন






