চট্টগ্রামে এনসিপির নির্বাচনী পদযাত্রায় যোগ দিলেন আসিফ

চাটগাঁ নিউজ ডেস্ক: জুলাই গণ-অভ্যুত্থানে নিহত চট্টগ্রামের কিশোর মো. ইশমামুল হক চৌধুরীর কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী পদযাত্রা কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১১টার দিকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার দরজিপাড়া গ্রামে শহীদ ইশমামুলের কবর জিয়ারত করেন এনসিপির শীর্ষ নেতারা। এরপর সেখান থেকেই শুরু হয় দলের নির্বাচনী পদযাত্রা।

পদযাত্রার নেতৃত্ব দেন এনসিপির মুখপাত্র এবং কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

কবর জিয়ারত শেষে তিনি বলেন, শহীদ ইশমামুলসহ জুলাই গণ-অভ্যুত্থানের শহীদরা যে স্বপ্ন নিয়ে জীবন দিয়েছেন, সেই স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলাই এই নির্বাচনের মূল লক্ষ্য। গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী হলে কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়নের পথ সুগম হবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও জানান, শহীদ ইশমামুলের কবর জিয়ারতের মধ্য দিয়েই এনসিপির নির্বাচনী পদযাত্রা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক তরিকুল ইসলাম, এনসিপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুজা উদ্দিন এবং চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক মো. জোবাইরুল হাসান আরিফ।

এর আগে বেলা পৌনে ১১টার দিকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ এনসিপির নেতারা লোহাগাড়া উপজেলায় পৌঁছালে তাঁদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী জহির উদ্দীন।

সংস্কার ও সুশাসন প্রতিষ্ঠা, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং গণভোটে ‘হ্যাঁ’ জয়ের প্রচারণাকে সামনে রেখে দেশব্যাপী ১১ দিনব্যাপী এই নির্বাচনী পদযাত্রা কর্মসূচি পালন করবে এনসিপি। একই সঙ্গে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রার্থীদের জন্য ভোট প্রার্থনাও করা হবে বলে জানিয়েছেন দলের নেতারা।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top