চাটগাঁ নিউজ ডেস্ক: দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম আবারও চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ রবিবার (২৫ জানুয়ারি) বিকেল থেকে এই সেবাটি পুনরায় সচল করা হয়।
এনআইডি সংশোধন কার্যক্রম বন্ধ থাকার বিষয়ে এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর জানান, জাতীয় নির্বাচন সামনে রেখে পোস্টাল ভোটের নিবন্ধন এবং প্রার্থীদের চূড়ান্ত করার প্রক্রিয়ার কারণে এতদিন এই সেবা স্থগিত রাখা হয়েছিল। তিনি বলেন, “আমাদের ভোটার তালিকা সম্পূর্ণ হয়েছে। স্বাভাবিক কার্যক্রমের অংশ হিসেবে আজ থেকে এনআইডি সংশোধন সেবা পুনরায় চালু করা হয়েছে।”
কেন দীর্ঘ সময় এই কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল—এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, এ সময় ইসির ওসিভি (আউট অব কান্ট্রি ভোটিং) এবং আইপিসিভি (ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং) ব্যবস্থার ওপর বড় পরিসরের কাজ চলছিল। এসব নিবন্ধন সম্পন্ন করতেই এনআইডি সংশোধন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পাশাপাশি ভোটের মাঠে প্রার্থীদের চূড়ান্ত হওয়ার বিষয়টিও এই সিদ্ধান্তের অন্যতম কারণ ছিল বলে জানান তিনি।
উল্লেখ্য, জাতীয় নির্বাচনকে সামনে রেখে এনআইডি সংক্রান্ত ভুল তথ্য সংযোজন বা অনাকাঙ্ক্ষিত পরিবর্তন ঠেকাতে গত বছরের ২৪ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এনআইডি সংশোধন কার্যক্রম বন্ধ রেখেছিল নির্বাচন কমিশন। সর্বশেষ নতুন নির্দেশনার মাধ্যমে রোববার থেকে এই সেবা আবারও সাধারণ জনগণের জন্য উন্মুক্ত করা হলো।
চাটগাঁ নিউজ/জেএইচ





