চাটগাঁ নিউজ ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, চট্টগ্রাম জুড়ে ধানের শীষের যে জোয়ার তৈরি হয়েছে, এই জোয়ারে চট্টগ্রামের সব আসনে আমরাই জয়ী হবে।
রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে নগরীর পলোগ্রাউন্ড ময়দানে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে তিনি এ কথা বলেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান।
আমীর খসরু বলেন, বিএনপি এবং গণতন্ত্র মুদ্রার এপিঠ-ওপিঠ। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন। এরপর দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। বর্তমান সময়ের আন্দোলন হয়েছে জনাব তারেক রহমানের নেতৃত্বে।
তিনি আরও বলেন, গণতন্ত্রের টর্চবিয়ারার তারেক রহমানের নেতৃত্বে চট্টগ্রামে ধানের শীষের যে জোয়ার এসেছে, এই জোয়ারে আমরা সব আসনে জয়ী হব।
খসরু শুধুমাত্র রাজনৈতিক গণতন্ত্রেই সীমাবদ্ধ না থেকে অর্থনীতির গণতন্ত্র নিয়ে বিএনপির পরিকল্পনার কথাও তুলে ধরেন। তিনি বলেন, ভোটের মাধ্যমে রাজনৈতিক অংশগ্রহণের মতোই, ভবিষ্যতে বাংলাদেশের প্রতিটি নাগরিক অর্থনীতিতেও সমান অংশ নিতে পারবে। এতে দেশের প্রতিটি মানুষ সুফল পাবে। যুবক, শ্রমিক, কৃষক, পেশাজীবী, নারী-পুরুষ সবাই উপকৃত হবে।
চট্টগ্রামের অর্থনৈতিক ভবিষ্যৎ প্রসঙ্গে তিনি বলেন, চট্টগ্রামকে শুধু বাণিজ্যিক রাজধানী বলা নয়, আমাদের কার্যক্রমের মাধ্যমে শহরটিকে অর্থনীতির হাবে পরিণত করব। পূর্ব-পশ্চিম সকলের জন্য চট্টগ্রাম হবে অর্থনৈতিক কেন্দ্র।
চাটগাঁ নিউজ/এমকেএন





