চিকিৎসাধীন অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট কিশোর দুর্জয়ের মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক: রাঙামাটির রিজার্ভবাজারে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। স্থানীয় কিশোর দুর্জয় দাশ (১৪) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় শেষ পর্যন্ত জীবন হারিয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) ভোররাত ৩টার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত দুর্জয় দাশ রিজার্ভবাজার শুঁটকি পট্টি এলাকার বাসিন্দা সুজিত দাশের ছেলে। চার বোন ও এক ভাইয়ের মধ্যে সে ছিল পরিবারের সবার ছোট।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে শুঁটকি পট্টি এলাকায় বন্ধুদের সঙ্গে ব্যাডমিন্টন খেলছিল দুর্জয়। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে গুরুতর আহত হয়। বিদ্যুতের আঘাতে তার শরীরের বড় একটি অংশ ঝলসে যায়। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোররাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে এই কিশোর।

পারিবারিক সূত্রে জানানো হয়, রোববার দুপুরে শহরের রাজবাড়ি মহাশ্মশানে দুর্জয় দাশের শেষকৃত্য সম্পন্ন করা হয়।

রিজার্ভবাজার মনসা-কালী মন্দির পরিচালনা কমিটির অর্থ সম্পাদক রকি নাথ বলেন, ঘটনাটি আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। এক দুরন্ত শিশুকে অকালেই হারাতে হলো।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top