জঙ্গল সলিমপুরে র‌্যাব কর্মকর্তা হত্যা মামলার আসামি গ্রেপ্তার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় র‌্যাব সদস্য হত্যার ঘটনায় দায়ের করা মামলার পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

গ্রেপ্তারকৃতের নাম আলীরাজ হাসান ওরফে সাগর (২৮)। তিনি জঙ্গল সলিমপুর এলাকার বাসিন্দা এবং মৃত রহমত আলীর ছেলে।

র‌্যাব সূত্র জানায়, শনিবার (২৪ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে কক্সবাজারের সুগন্ধা পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১৯ জানুয়ারি দুপুরে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের ধরতে অভিযান পরিচালনা করে র‌্যাব। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাইকে ঘোষণা দিয়ে ৪০০ থেকে ৫০০ জন দুর্বৃত্ত একত্রিত হয়ে র‌্যাব সদস্যদের ওপর হামলা চালায়।

হামলায় র‌্যাবের চার সদস্য গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডিএডি মো. মোতালেব হোসেন ভূঁইয়াকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় র‌্যাব বাদী হয়ে মোট ২৯ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করে। তদন্তের একপর্যায়ে পলাতক আসামি আলীরাজ হাসান সাগর কক্সবাজারে আত্মগোপনে রয়েছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top