চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামে বিএনপির সমাবেশ উপলক্ষে সফরে থাকা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিভিন্ন ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তা ও কর্মচারীরা।
রবিবার (২৫ জানুয়ারি) সকালে নগরীর রেডিসন ব্লু হোটেলের সামনে জড়ো হয়ে তারা এই কর্মসূচি শুরু করেন। ওই সময় তারেক রহমান একই হোটেলে অবস্থান করছিলেন বলে জানা গেছে।
সকাল থেকেই বিভিন্ন ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা হোটেলটির সামনে সমবেত হতে থাকেন। তাদের অনেকের গায়ে ‘চাকরিচ্যুত ব্যাংকার’ লেখা টি-শার্ট দেখা যায়।
কর্মসূচি চলাকালে অংশগ্রহণকারীরা ‘তারেক রহমানের আহ্বান, শুভেচ্ছা স্বাগতম’, ‘ভোট দিবে কিসে, ধানের শীষে’ এবং ‘উই ওয়ান্ট জাস্টিস’সহ বিভিন্ন স্লোগান দেন।
আন্দোলনকারীরা জানান, রাজনৈতিক পটপরিবর্তনের পর নানা অনিয়ম ও নিয়মবহির্ভূত প্রক্রিয়ায় তাদের চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তারা মনে করেন, বিএনপি চেয়ারম্যানের সঙ্গে সরাসরি কথা বলতে পারলে এই সংকটের একটি গ্রহণযোগ্য সমাধান মিলতে পারে। সে আশাতেই সকাল থেকে তারা অপেক্ষা করছেন বলে জানান।
চাটগাঁ নিউজ/এমকেএন






