চাটগাঁ নিউজ ডেস্ক: বিএনপি সরকার গঠন করলে চট্টগ্রামকে দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে চট্টগ্রামকে কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নের কেন্দ্রবিন্দুতে পরিণত করার অঙ্গীকারও করেন তিনি।
রোববার (২৫ জানুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুপুর ১২টা ৫০ মিনিটে বক্তব্য শুরু করেন তারেক রহমান। এর আগে দুপুর ১২টা ২০ মিনিটে তিনি সমাবেশস্থলে পৌঁছে মঞ্চে ওঠার আগে দলীয় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
বক্তব্যে তারেক রহমান বলেন, চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের দাবি চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করা। কিন্তু স্বাধীনতার পর পেরিয়ে গেছে দীর্ঘ সময়, এখনো সেই দাবি বাস্তবায়ন হয়নি। তিনি বলেন, চট্টগ্রাম যদি বাণিজ্যিক রাজধানীতে রূপ নেয়, তাহলে এর সুফল শুধু এই অঞ্চল নয়, সারাদেশের মানুষ ভোগ করবে।
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। প্রশাসন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে জবাবদিহিতা নিশ্চিত করে সুশাসন প্রতিষ্ঠা করা হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।
বক্তব্যের শুরুতে চট্টগ্রামের সঙ্গে নিজের পারিবারিক আবেগের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত এই চট্টগ্রাম তার কাছে বিশেষ গুরুত্ব বহন করে। এখান থেকেই স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছিল, যা এই নগরকে ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশে পরিণত করেছে।

সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই নগরের বিভিন্ন থানা এলাকা ও আশপাশের উপজেলা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে পলোগ্রাউন্ড মাঠে জড়ো হন। সমাবেশস্থল ছাড়িয়ে আশপাশের সড়ক, ফুটপাত ও খোলা জায়গাজুড়ে নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা যায়। ধানের শীষ প্রতীক ও দলীয় পতাকা হাতে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
জনসমাগম ছড়িয়ে পড়ে টাইগার পাস, সিআরবি ও আমতল পর্যন্ত। আয়োজকদের দাবি, মাঠের ভেতর ও বাইরে মিলিয়ে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ জানান, নগর ও জেলার বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে সমাবেশে অংশ নিচ্ছেন। মাঠের বাইরেও বহু মানুষ বক্তব্য শোনার অপেক্ষায় রয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, এই সমাবেশে বিএনপির সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সংগঠিতভাবে অংশ নেন। বিপুল এই জনসমাগমে পলোগ্রাউন্ড এলাকা পরিণত হয় এক বিশাল রাজনৈতিক সমাবেশস্থলে।
চাটগাঁ নিউজ/এমকেএন






