মালদ্বীপকে ১৪ গোলে উড়িয়ে সাফ ফুটসাল জিতল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক: প্রথমবারের মতো আয়োজিত সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সাফল্য পেয়েছে বাংলাদেশ। ব্যাংককে অনুষ্ঠিত টুর্নামেন্টের শেষ দিনে রবিবার (২৫ জানুয়ারি) মালদ্বীপকে ১৪–২ গোলে পরাজিত করে শিরোপা নিজেদের করে নেয় সাবিনা খাতুনের নেতৃত্বাধীন দল।

ছয় ম্যাচে পাঁচটি জয় ও একটি ড্র নিয়ে মোট ১৬ পয়েন্ট সংগ্রহ করে টুর্নামেন্টের শীর্ষে থেকে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটসালে প্রতিপক্ষদের চাপে রাখে লাল-সবুজের মেয়েরা।

টুর্নামেন্টের শুরুতে শক্তিশালী ভারতকে ৩–১ গোলে হারিয়ে আত্মবিশ্বাস পায় বাংলাদেশ। পরের ম্যাচে ভুটানের সঙ্গে ৩–৩ গোলে ড্র করলেও এরপর আর পেছনে তাকাতে হয়নি। নেপালকে ৩–০, শ্রীলঙ্কাকে ৬–২ এবং পাকিস্তানকে ৯–১ গোলে হারিয়ে শিরোপার পথে অনেকটাই এগিয়ে যায় দল।

ফাইনাল ম্যাচে শুরুতে চমক দেয় মালদ্বীপ। ম্যাচের চতুর্থ মিনিটে সানিয়া ইব্রাহিমের শটে এগিয়ে যায় তারা। তবে এই গোলই যেন বাংলাদেশকে আরও জাগিয়ে তোলে। কিছুক্ষণের মধ্যেই দূরপাল্লার ফ্রি কিক থেকে দারুণ এক গোল করে সমতা ফেরান অধিনায়ক সাবিনা খাতুন।

এরপর একের পর এক আক্রমণে মালদ্বীপের রক্ষণ ভেঙে পড়ে। প্রথমার্ধের শেষ দিকে দ্রুত চার গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। লিপি আক্তার, কৃষ্ণা রানী সরকার ও নৌশিন জাহানের গোলের নৈপুণ্যে ৬–১ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় দল।

দ্বিতীয়ার্ধে আরও ভয়ংকর রূপ নেয় বাংলাদেশ। সাবিনা খাতুন হ্যাটট্রিক পূরণ করেন দূরপাল্লার শটে। নীলা, লিপি আক্তার ও সুমাইয়া একের পর এক গোল করে ব্যবধান বাড়ান। শেষ পর্যন্ত ১৪–২ গোলের বিশাল জয় নিয়ে ইতিহাস গড়ে শিরোপা উৎসবে মাতে বাংলাদেশের মেয়েরা।

এই জয়ের মধ্য দিয়ে নারী ফুটসালের প্রথম সাফ আসরেই চ্যাম্পিয়ন হয়ে নতুন এক মাইলফলক ছুঁলো বাংলাদেশ।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top