খালেদা জিয়াকে মরণোত্তর সম্মাননা দেবে চট্টগ্রাম প্রেস ক্লাব

চাটগাঁ নিউজ ডেস্ক: বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মরণোত্তর সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম প্রেস ক্লাব। সাংবাদিকদের আবাসন সংকট নিরসন এবং প্রেস ক্লাবের উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এই সম্মাননা দেওয়া হচ্ছে।

শনিবার (২৪ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রেস ক্লাব কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। এর আগে গত ১৯ জানুয়ারি ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় জানানো হয়, বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন ১৯৯৫ সালে চট্টগ্রাম প্রেস ক্লাবের চরম দুঃসময়ে ১৫ লাখ টাকা অনুদান প্রদান করেছিলেন। এছাড়া ২০০১ সালে তিনি তৃতীয় দফায় প্রধানমন্ত্রী হওয়ার পর চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) মাধ্যমে সাংবাদিকদের জন্য ‘কল্পলোক আবাসিক এলাকায়’ প্লট বরাদ্দের ব্যবস্থা করেন।

সভায় আরও উল্লেখ করা হয়, এর আগে ১৯৮০ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও চট্টগ্রামের সাংবাদিকদের আবাসন সংকট দূর করতে নগরীর বায়েজিদ এলাকায় নামমাত্র মূল্যে ১৬ একর জায়গা বরাদ্দ দিয়েছিলেন।

ব্যবস্থাপনা কমিটির সভায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন একজন সফল, সৎ ও আদর্শ রাজনীতিবিদ। তার নেতৃত্বেই বাংলাদেশ সংসদীয় গণতন্ত্রে রূপান্তরিত হয়। স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে তাঁর আপসহীন নেতৃত্ব এবং গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াই দেশ ও জাতির কাছে আজীবন স্মরণীয় হয়ে থাকবে।

প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি ডেইজি মওদুদ, যুগ্ম সম্পাদক মিয়া মো. আরিফ, অর্থ সম্পাদক আবুল হাসনাত, সাংস্কৃতিক সম্পাদক রূপম চক্রবর্তী, ক্রীড়া সম্পাদক রুবেল খান, গ্রন্থাগার সম্পাদক মো. শহীদুল ইসলাম, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক হাসান মুকুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহ এবং কার্যকরী সদস্য সালেহ নোমান, রফিকুল ইসলাম সেলিম, সাইফুল ইসলাম শিল্পী ও আরিচ আহমেদ শাহ।

প্রেস ক্লাবের পক্ষ থেকে শিগগিরই আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা প্রদানের তারিখ ও কর্মসূচি ঘোষণা করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top