বিনোদন ডেস্ক: ঢালিউডের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ তার মাকে হারানোর দুই বছর পূর্তিতে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন স্মৃতিচারণ করেছেন। ২০২৩ সালের ২৪ জানুয়ারি রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে তার মা খাইরুন নেছা ইন্তেকাল করেন।
মায়ের মৃত্যুবার্ষিকীতে শুভ ছাদবাগানে মায়ের সঙ্গে তোলা একটি পুরোনো ছবি শেয়ার করেন। ছবির সঙ্গে দেওয়া লেখায় তিনি মায়ের প্রিয় ফুলের কথা স্মরণ করেন। অভিনেতা জানান, কামিনী, কাঠগোলাপ ও বেলি ছিল তার মায়ের পছন্দের ফুল। ছাদে লাগানো কাঠগোলাপ গাছটি এখন বড় হয়েছে এবং ফুলে ভরে গেছে, কিন্তু সেই সৌন্দর্য আর মাকে দেখানো সম্ভব হয়নি—এই বেদনাই উঠে এসেছে তার কথায়।
স্ট্যাটাসে শুভ লেখেন, এখনও তার মনে হয় বাসায় ফিরেই ‘মা’ বলে ডাকবেন, মায়ের কোলে মাথা রেখে দোয়া চাইবেন। কিন্তু বাস্তবতা হলো, তার মা আল্লাহর কাছে চলে গেছেন দুই বছর আগে। শেষে তিনি সবার কাছে মায়ের জন্য দোয়া কামনা করেন।
উল্লেখ্য, মৃত্যুর আগে প্রায় আট বছর ধরে ঢাকায় শুভর সঙ্গেই বসবাস করছিলেন খাইরুন নেছা। তিনি ২০১৭ সাল থেকে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত ছিলেন। এছাড়াও বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন বলে পরিবার সূত্রে জানা যায়।
চাটগাঁ নিউজ/এমকেএন





