চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম সফরে এসে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে বসবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
আজ শনিবার (২৪ জানুয়ারি) রাত ৯টার দিকে চট্টগ্রাম নগরের পাঁচ তারকা হোটেল—রেডিসন ব্লুতে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা বিষয়টি নিশ্চিত করে জানান, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির মোট ৫৩ জন সদস্য এই বৈঠকে অংশ নেবেন।
দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে কেন্দ্রীয় নেতৃত্বের দিকনির্দেশনার পাশাপাশি সংগঠনের মাঠপর্যায়ের কার্যক্রম আরও জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে আসন্ন রাজনৈতিক কর্মসূচি, সাংগঠনিক প্রস্তুতি এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
নেতারা মনে করছেন, এই বৈঠক চট্টগ্রাম মহানগর বিএনপির সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আনবে।
চাটগাঁ নিউজ/এমকেএন






