চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের জারুলবুনিয়া সেগুন বাগিচা এলাকায় আলোচিত জসিম উদ্দিন হত্যা মামলার প্রধান অভিযুক্ত তার স্ত্রী সেলিনা আক্তারকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পেকুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুনয়ন বড়ুয়ার নেতৃত্বে পুলিশের একটি দল কক্সবাজারের পিটি স্কুল এলাকা থেকে তাকে আটক করে।
পুলিশ জানায়, গত বছরের ১০ আগস্ট গভীর রাতে নিজ ঘরে খুন হন জসিম উদ্দিন। তদন্তে উঠে আসে, সেলিনা আক্তারের সঙ্গে একই এলাকার আবুল কাশেমের ছেলে আব্দুর রাজ্জাকের পরকীয়া সম্পর্ক ছিল। ঘটনার রাতে ওই অনৈতিক সম্পর্ক দেখে ফেলায় স্বামী জসিম উদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর প্রকৃত ঘটনা আড়াল করতে সেলিনা আক্তার নিজেই বাদী হয়ে প্রতিবেশী চারজনকে আসামি করে পেকুয়া থানায় মামলা করেন। সে সময় তিনি দাবি করেন, প্রেমঘটিত বিরোধের জেরে প্রতিবেশীরা ঘরে ঢুকে তার স্বামীকে হত্যা করেছে। ওই মামলায় সন্দেহভাজন হিসেবে দুই প্রতিবেশীকে আটকও করা হয়।
তবে তদন্ত কর্মকর্তা এসআই সুনয়ন বড়ুয়ার ধারাবাহিক তদন্তে ভিন্ন চিত্র বেরিয়ে আসে। এতে হত্যাকাণ্ডে সেলিনা আক্তার ও তার পরকীয়া প্রেমিক আব্দুর রাজ্জাকের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ মেলে। ঘটনার এক মাস সাত দিন পর নিহতের বাবা মো. নুর আহমদ প্রকৃত ঘটনা তুলে ধরে সেলিনা আক্তারকে প্রধান আসামি করে এবং আব্দুর রাজ্জাকসহ তিনজনের বিরুদ্ধে নতুন করে হত্যা মামলা দায়ের করেন।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, দীর্ঘদিন পলাতক থাকার পর প্রধান অভিযুক্ত সেলিনা আক্তারকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। মামলার অন্য পলাতক আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন






