চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় গভীর রাতে অগ্নিকাণ্ডে একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পোল্ট্রি খামারি হারুনুর রশীদ জানান, তিনি দীর্ঘদিন ধরে মাওলানা ইসমাঈলের বাড়িতে পরিবারসহ বসবাস করে আসছিলেন। অগ্নিকাণ্ডে ঘরের আসবাবপত্রসহ সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এ সময় তার ব্যবসার নগদ ২ লাখ ২২ হাজার টাকা এবং মেয়ের প্রায় ৪ ভরি স্বর্ণালঙ্কার আগুনে ভস্মীভূত হয়।
বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ অলক চাকমা জানান, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক তদন্তে জানা গেছে, রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে ছয় কক্ষবিশিষ্ট একটি সেমিপাকা ঘর পুড়ে যায়। এতে আনুমানিক চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় গভীর রাতে অগ্নিকাণ্ডে একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। শুক্রবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পোল্ট্রি খামারি হারুনুর রশীদ জানান, তিনি দীর্ঘদিন ধরে মাওলানা ইসমাঈলের বাড়িতে পরিবারসহ বসবাস করে আসছিলেন। অগ্নিকাণ্ডে ঘরের আসবাবপত্রসহ সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এ সময় তার ব্যবসার নগদ ২ লাখ ২২ হাজার টাকা এবং মেয়ের প্রায় ৪ ভরি স্বর্ণালঙ্কার আগুনে ভস্মীভূত হয়।
বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ অলক চাকমা জানান, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক তদন্তে জানা গেছে, রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে ছয় কক্ষবিশিষ্ট একটি সেমিপাকা ঘর পুড়ে যায়। এতে আনুমানিক চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





