চাটগাঁ নিউজ ডেস্ক: দীর্ঘ প্রায় ২১ বছর পর চট্টগ্রামে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই আগমনকে ঘিরে নতুন করে আশার আলো দেখছে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা।
রোববার (২৫ জানুয়ারি) নগরের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপি আয়োজিত নির্বাচনী মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।
এর আগে ২০০৫ সালে সর্বশেষ চট্টগ্রাম সফরে এসেছিলেন তারেক রহমান। সে সময় সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী মীর মোহাম্মদ নাছির উদ্দিনের পক্ষে ভোট চাইতে এক সভায় অংশ নেন তিনি।
আসন্ন মহাসমাবেশ ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো। দলটির দাবি, এই সমাবেশে ১০ লাখেরও বেশি মানুষের উপস্থিতি ঘটবে। ইতোমধ্যে পলোগ্রাউন্ড মাঠে ১০০ ফুট দৈর্ঘ্য ও ৬০ ফুট প্রস্থের একটি বিশাল মঞ্চ নির্মাণ করা হয়েছে। চট্টগ্রাম সফরকালে তারেক রহমান পুরাতন সার্কিট হাউজে অবস্থিত জিয়া স্মৃতি জাদুঘর পরিদর্শন করতে পারেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
মহাসমাবেশকে কেন্দ্র করে চট্টগ্রামজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। নগরের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে মোড়ে পোস্টার, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে এলাকা। বিভিন্ন স্থানে চলছে প্রস্তুতি সভা, প্রচারণা কর্মসূচি ও স্বাগত মিছিল।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন জানান, সমাবেশস্থলে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। মঞ্চের সামনে দায়িত্ব পালন করবেন নিরাপত্তাকর্মীরা। বিএনপির নিজস্ব নিরাপত্তা ইউনিট ‘চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স’ (সিএসএফ) শনিবার রাতেই চট্টগ্রামে পৌঁছাবে।
সমাবেশস্থলে নারী ও গণমাধ্যমকর্মীদের জন্য আলাদা স্থান নির্ধারণ করা হয়েছে। তাদের পেছনের অংশে অবস্থান নেবেন নেতাকর্মী ও সাধারণ অংশগ্রহণকারীরা।
সফরসূচি অনুযায়ী, তারেক রহমান শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে বিমানে চট্টগ্রামে পৌঁছে রাত্রিযাপন করবেন। রোববার সকালে তিনি রেডিসন ব্লুতে একটি অনুষ্ঠানে অংশ নেবেন। এরপর পলোগ্রাউন্ডের মহাসমাবেশে যোগ দিয়ে বক্তব্য রাখবেন। সমাবেশ শেষে সড়কপথে ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে ধারাবাহিক নির্বাচনী সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।
মহাসমাবেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক করেছেন মহানগর বিএনপির নেতারা। পুলিশ কমিশনার পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন দলীয় নেতারা।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও চট্টগ্রাম-৯ আসনের প্রার্থী আবু সুফিয়ান বলেন, চট্টগ্রাম বিএনপির ইতিহাসে গৌরব ও সংগ্রামের প্রতীক। এই নগরী থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় তারেক রহমানের আগমন চট্টগ্রামের রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।
অন্যদিকে, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম-২ আসনের প্রার্থী সরোয়ার আলমগীর বলেন, প্রতিটি সংসদীয় আসন থেকে নেতাকর্মীরা দলে দলে সমাবেশে যোগ দেবেন। এতে প্রমাণ হবে, চট্টগ্রাম এখনো বিএনপির শক্ত ঘাঁটি।
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান জানান, পলোগ্রাউন্ডের জনসমাবেশে ১৫ থেকে ২০ লাখ মানুষের উপস্থিতির ব্যাপারে তারা আশাবাদী। তিনি বলেন, এই সমাবেশে শুধু দলীয় নেতাকর্মী নয়, বিপুল সংখ্যক সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবেন।
চাটগাঁ নিউজ/এমকেএন





