চাটগাঁ নিউজ ডেস্ক: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে গেলেও তার কর্মী ও সমর্থকদের ঝুঁকিপূর্ণ অবস্থায় রেখে গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও-১ আসনের দেবীপুর শোল্টোহরি বাজার ও সদর উপজেলার দেবীপুর আদর্শ গ্রামে নির্বাচনী প্রচারণায় তিনি এ কথা বলেন।
ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে মির্জা ফখরুল বলেন, “হাসিনা আপা ভারতে গেছেন—গেছেন ভালো কথা। কিন্তু এলাকার কর্মী-সমর্থকদের বিপদের মধ্যে ফেলে কেন গেলেন?” তিনি আশ্বস্ত করে বলেন, যারা এখন আতঙ্কে আছেন, তারা যেন ভয় না পান। বিএনপি তাদের পাশে আছে। যারা অন্যায় করেছে, তাদের বিচার হবে, তবে যারা নির্দোষ তাদের কোনোভাবেই হয়রানি হতে দেওয়া হবে না।
এ সময় তিনি ইঙ্গিতপূর্ণ ভাষায় জামায়াতকে সমালোচনা করে বলেন, একটি দল বলছে—তাদের ভোট দিলে জান্নাত নিশ্চিত। কোনো মার্কায় সিল দিলেই যদি জান্নাতে যাওয়া যেত, তাহলে সবাই তো জান্নাতেই চলে যেত।
বিএনপি মহাসচিব বলেন, জান্নাত অর্জন করতে হলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হয়—নামাজ, রোজা ও নৈতিক জীবনযাপন ছাড়া তা সম্ভব নয়। মানুষের সঙ্গে প্রতারণা করে ভুল স্বপ্ন দেখানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
দেশ পরিচালনার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, অভিজ্ঞতার দিক থেকে বিএনপি ছাড়া এখন দেশকে এগিয়ে নেওয়ার মতো আর কোনো রাজনৈতিক শক্তি নেই। বিএনপি অতীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে, কিন্তু জামায়াতের সে ধরনের কোনো অভিজ্ঞতা নেই। তিনি বলেন, বিএনপি সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে নিয়ে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চায় এবং বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে না।
নির্বাচনী প্রচারণাকালে তিনি বিএনপির আমলে নেওয়া বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন এবং ভবিষ্যতে এলাকার উন্নয়নে নানা প্রতিশ্রুতি দেন। এ সময় দলীয় নেতাকর্মীরাও তার সঙ্গে উপস্থিত ছিলেন।
চাটগাঁ নিউজ/জেএইচ





