র‌্যাবের ওপর হামলার ঘটনায় কালা বাচ্চু গ্রেপ্তার

চাটগাঁ নিউজ ডেস্ক : সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্যদের ওপর হামলার ঘটনায় জড়িত আসামি কালা বাচ্চুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে সীতাকুণ্ড থানাধীন ১০ নম্বর সলিমপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জঙ্গল সলিমপুর (ছিন্নমূল) এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মো. মহিনুল ইসলামের নেতৃত্বে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. ইদ্রিস আলী এ অভিযানে অংশ নেন।

মো. মহিনুল ইসলাম বলেন, অভিযানকালে অনুমান বেলা সাড়ে ১২টায় জঙ্গল সলিমপুর ছিন্নমূল ১ নম্বর সমাজের বাজার এলাকা থেকে র‍্যাব সদস্যদের ওপর হামলার ঘটনায় জড়িত এজাহারনামীয় ১৯ নম্বর আসামি কালা বাচ্চুকে গ্রেপ্তার করা হয়। আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় র‌্যাবের উপ-সহকারী পরিচালক মো. মোতালেব হোসেন ভূঁইয়া হত্যাকাণ্ডের ঘটনায় মো. ইয়াসিনকে প্রধান আসামি করে ২৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ১৫০ থেকে ২০০ জনের নামে মামলা করা হয়েছে। নিহত মোতালেব হোসেন বিজিবি’র নায়েব সুবেদার ছিলেন এবং প্রেষণে র‌্যাবে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে র‌্যাব-৭ এর একজন উপ-সহকারী পরিচালক বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলাটি দায়ের করেন।

এ ঘটনায় প্রথমে ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন- জাহিদ, ইউনুস ও আরিফ। এর মধ্যে দুইজন এজাহারভুক্ত এবং একজন তদন্তে পাওয়া আসামি।

মামলার এজাহারে বলা হয়েছে, র‌্যাব সদস্যরা আসামি ধরতে গেলে তাঁদের ওপর সন্ত্রাসী মোহাম্মদ ইয়াসিনের নির্দেশে রামদা, কিরিচ ও লাঠিসোটা নিয়ে হামলা চালানো হয়।ছিনিয়ে নেওয়া হয় র‌্যাবের আটক করা এক আসামিকে। চার র‌্যাব সদস্যকে অপহরণ করে নিয়ে যান আসামিরা। পরে সেনাবাহিনী ও পুলিশ তাঁদের উদ্ধার করে।

প্রায় ৩০ হাজার কোটি টাকার ৩ হাজার একর ভূমি রয়েছে জঙ্গল সলিমপুরের পাহাড়গুলোতে। এলাকাটি দীর্ঘদিন ধরে পাহাড় দখল, অবৈধ বসতি এবং প্লট বাণিজ্যকে কেন্দ্র করে সশস্ত্র সন্ত্রাসের জন্য আলোচিত।

সরকারি খাস জমির নিয়ন্ত্রণ নিয়ে এলাকায় দীর্ঘদিন ধরে সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। এলাকাটি সীতাকুণ্ড উপজেলায় হলেও নগরের খুব কাছেই। এর পূর্ব দিকে রয়েছে হাটহাজারী উপজেলা এবং দক্ষিণে বায়েজিদ বোস্তামী থানা। জঙ্গল সলিমপুরে গত বছরের অক্টোবরে সংঘর্ষে একজন নিহত হয়। পরদিন সেখানে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলা ও মারধরের শিকার হন দুই সাংবাদিক।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top