নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি থানাধীন পশ্চিম শহিদ নগর এলাকায় আনিস নামের এক যুবকের খণ্ডিত দেহ উদ্ধারের ঘটনায় পরকিয়া ও অর্থ লেনদেনের জেরে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে বলে ধারণা করছে এলাকাবাসী।
তবে পুলিশ বলছে, যেহেতু বিষয়টি তদন্তাধীন তাই অনুমান নির্ভর কিছু এ মুহূর্তে বলা যাচ্ছে না।
যদিও এই ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে পরকিয়া প্রেমিকা সুফিয়া ও মুসা নামের এক ব্যবসায়িক পার্টনারকে আটক করা হয়েছে। তাদের দেখানো স্থান থেকে দেহের অন্যান্য খন্ডাংশ উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।
এদিকে আজ শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে নগরীর শহিদ নগর এলাকার প্রাচীর ঘেরা একটি প্লট থেকে নিহত আনিসের বুক ও পেটের অংশ এবং বিকেলে অক্সিজেন এলাকার লোহারপুল খাল থেকে খন্ডিত মাথা উদ্ধার করেছে পুলিশ। এই বিষয়ে বিস্তারিত জানাতে আজ রাত ৯টায় সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বায়েজিদ থানা পুলিশ।
অন্যদিকে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহত আনিস একজন প্রবাসী ছিলেন। তার সঙ্গে সুফিয়া নামের এক নারীর দীর্ঘদিন পরকীয়ার সম্পর্ক ছিল। তাদের উভয়ের বাড়ি রাউজানের চিকদাইরে হলেও তারা দীর্ঘদিন যাবত শহিদ নগর এলাকায় বসবাস করে আসছেন। দেশে ফিরে আনিস কিছুদিন ধরে গরুর ব্যবসায় জড়িত ছিলেন এবং ওই নারীর সঙ্গে দীর্ঘদিন ধরে আর্থিক লেনদেনও চলছিল। সম্প্রতি পাওনা টাকা ফেরত চাইতে গেলে উভয়ের মধ্যে বিরোধের সৃষ্টি হয় এবং এর জের ধরেই তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।
নিহতের তালতো বোন আলেয়া চাটগাঁ নিউজকে জানান, আনিস দেশে ফিরে কসাইয়ের কাজ শুরু করেন। পাশাপাশি গরুর ব্যবসাও শুরু করেন। এসময় আটক প্রেমিকা সুফিয়ার সাথে পরিচয় ঘটলে সে আনিসের কাছ থেকে কয়েক দফা মোটা অংকের টাকা ধার নেয়। এই টাকা চাইতে গিয়েই নির্মম হত্যাকাণ্ডের শিকার হয় আনিস। তিনি এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানান।
প্রত্যক্ষদর্শী এক নারী চাটগাঁ নিউজকে বলেন, আমরা নিজের চোখে লাশের টুকরো দেখেছি। পাওনা টাকা চাওয়ার কারণেই তাকে ঘরে ডেকে নিয়ে হত্যা করে দেহ কয়েক টুকরো করে বিভিন্ন স্থানে ফেলা হয়েছে। এলাকায় মুসা ও সুফিয়া মিলে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
এর আগে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে পশ্চিম শহীদ নগরের রংধনু গলি থেকে পলিথিনে মোড়ানো দুটি হাত উদ্ধার করে পুলিশ। পরে একই এলাকা থেকে দুটি পা উদ্ধার করা হয়।
বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, ‘নিহত যুবকের দেহের প্রায় অংশ উদ্ধার করা হয়েছে। ঘটনার বিস্তারিত আজ (শুক্রবার) রাতে সংবাদ সম্মেলনে জানানো হবে।
চাটগাঁ নিউজ/জেএইচ






