নির্মাণাধীন ভবন থেকে লোহা পড়ে যুবকের মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক: রাজধানী ঢাকার গুলশানে নির্মাণাধীন একটি ভবন থেকে ছাদে থাকা লোহা পড়ে আশফাক চৌধুরী পিপলু (৪৪) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত পিপলু চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা।

পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, আশফাক চৌধুরী পিপলু গুলশান এলাকায় একটি আমেরিকান প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে ঢাকাস্থ একটি হোটেলে খাবার শেষে হেঁটে নিজ কর্মস্থলে যাওয়ার সময় গুলশান এলাকায় একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে লোহা নিচে পড়ে তার মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।

পরে তাকে দ্রুত ঢাকার ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বিকাল আনুমানিক ৪টার দিকে তার মৃত্যু হয়।

নিহত পিপলু বাঁশখালী উপজেলার বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও পুকুরিয়া ইউনিয়নের বিশিষ্ট ব্যক্তি মোহাম্মদ নাদেরুজ্জামান চৌধুরীর পুত্র বলে নিশ্চিত করেছেন সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এম সালাউদ্দিন কামাল।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top