জঙ্গল সলিমপুর রক্ষায় তিন পরিবেশ সংগঠনের তাগাদা নোটিশ

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে অবৈধ পাহাড় কাটা ও স্থাপনা নির্মাণ বন্ধ এবং পাহাড়ি জীববৈচিত্র্য সুরক্ষায় উচ্চ আদালতের নির্দেশ কার্যকর করতে তাগাদা নোটিশ দিয়েছে তিনটি পরিবেশ সংস্থা—বেলা, বাংলাদেশ পরিবেশ ফোরাম এবং সৃষ্টি।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, জেলা প্রশাসক, পুলিশ কমিশনার ও সিডিএ চেয়ারম্যানকে প্রেরিত নোটিশে উল্লেখ করা হয়েছে, চট্টগ্রাম বিভাগের পাহাড়গুলো কেটে ধ্বংস করা, অবৈধ স্থাপনা নির্মাণ এবং দখলদারদের কর্মকাণ্ড বন্ধে উচ্চ আদালতের ২০১২ সালের রায় অনুযায়ী কার্যকর পদক্ষেপ নিতে হবে।

২০১১ সালে বেলা কর্তৃক দায়ের করা জনস্বার্থ মামলা (নং ৭৬১৬/২০১১) ও ২০১২ সালের ১৯ মার্চের আদালতের রায়ে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটির সকল পাহাড় কর্তন বন্ধের নির্দেশ প্রদান করা হয়। এর পরও পাহাড় কাটার ঘটনা চলতে থাকায় ২০২৩ সালে হাইকোর্ট বিভাগ আরও বিস্তারিত প্রতিবেদন এবং কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রদান করে।

সংগঠনগুলোর অভিযোগ, জেলা প্রশাসন ২০২২-২৩ সালে অভিযান চালিয়েও পাহাড় রক্ষায় দীর্ঘমেয়াদি পদক্ষেপ না নেওয়ায় দখলদাররা পাহাড় ও জীববৈচিত্র্য ধ্বংস করতে শুরু করেছে। সম্প্রতি জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে এক র‌্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। এ ধরনের সন্ত্রাসী কার্যক্রম পাহাড় দখল ও অবৈধ কাজের সঙ্গে যুক্ত।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির বেলার নেটওয়ার্ক মেম্বার আলীউর রহমান বলেন, এই তাগাদা নোটিশ সত্ত্বেও প্রশাসন যথাযথ ব্যবস্থা না নিলে আদালত অবমাননার পাশাপাশি অন্যান্য আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে। শহরের কাছাকাছি জঙ্গল সলিমপুর এখন সন্ত্রাসীদের দখলাধীন, যা কখনও মেনে নেওয়া যায় না।

পরিবেশ সংস্থাগুলো চট্টগ্রাম নগরীর জঙ্গল সলিমপুরে পাহাড় রক্ষা, ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত পাহাড়ে দেশীয় বৃক্ষরোপণ এবং দখলদার উচ্ছেদের জন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top