টেকনাফ সৈকতে অজ্ঞাতনামা কন্যাশিশুর লাশ উদ্ধার

চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফে সমুদ্রসৈকত থেকে অজ্ঞাত পরিচয় এক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকালে মহেশখালীয়া পাড়ার ঘাট এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

টেকনাফ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসাইন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটির মরদেহ সমুদ্র থেকে ভেসে সৈকতে এসেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top