ফটিকছড়িতে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, জরিমানা অর্ধলক্ষ টাকা

ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ি উপজেলার ধর্মপুর, বক্তপুর ও জাফতনগর এলাকায় অবৈধ মাটি কর্তনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম।

অভিযানকালে মো. ইব্রাহিম নামের এক ব্যক্তিকে বিনা অনুমতিতে মাটি কর্তন করে জমির শ্রেণি পরিবর্তনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারায় ৫০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এই সময় ধর্মপুর ইউনিয়ন পরিষদের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম জানান, জনস্বার্থে অবৈধ মাটি কর্তন ও পরিবেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

চাটগাঁ নিউজ/আনোয়ার/এমকেএন

Scroll to Top