চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম-৯ আসনের (কোতোয়ালি) বৃহত্তর সুন্নি জোট সমর্থিত ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মনোনীত প্রার্থী মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদের ওপর হামলার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে নগরের কোতোয়ালি থানার সিরাজউদ্দৌলা রোডের সাব এরিয়া এলাকায় এ ঘটনা। এতে ওয়াহেদ মুরাদের ব্যবহৃত গাড়ির সামনের কাচ ভেঙে যায়। এ নিয়ে ইসলামিক ফ্রন্ট প্রার্থীর পক্ষে রিটার্নিং কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
ইসলামিক ফ্রন্টের চেয়ার প্রতীকের প্রার্থী মুহাম্মদ ওয়াহেদ মুরাদ বলেন, নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই হামলার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা আমার গাড়ি লক্ষ্য করে অজ্ঞাত স্থান থেকে পাথর ছুড়লে গাড়ির সামনের কাচ ভেঙে যায়। এ সময় আমি গাড়িতে ছিলাম। হামলার ঘটনায় আমরা চরম আতঙ্কগ্রস্ত। বিষয়টি অবহিত করে রিটার্নিং কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দিয়েছি। আমরা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ প্রচারণার পরিবেশ চাই।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, হামলার বিষয়টি আমরা শুনেছি। শুনার পরই ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়। পুলিশ ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করে। এ ব্যাপারে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
চাটগাঁ নিউজ/এসএ






