চাটগাঁ নিউজ ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য বিশেষ ছুটির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ১০ ও ১১ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলে কর্মরত শ্রমিক ও কর্মচারীরা ছুটি পাবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যু নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
প্রেস সচিব বলেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচন উপলক্ষে সাধারণ ছুটি আগেই ঘোষণা করা হয়েছে। পাশাপাশি উপদেষ্টা পরিষদের সর্বশেষ বৈঠকে ১১ ফেব্রুয়ারিকেও সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য ১০ ও ১১ ফেব্রুয়ারি ছুটি অনুমোদন দেওয়ায় তারা টানা তিন দিন ছুটি ভোগ করবেন।
তিনি আরও জানান, ওই দিনের উপদেষ্টা পরিষদের সভায় মোট ১৩টি এজেন্ডা নিয়ে আলোচনা হয়। এর মধ্যে বাংলাদেশ বেসরকারি রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল আইন, মানি লন্ডারিং প্রতিরোধ অধ্যাদেশসহ একাধিক গুরুত্বপূর্ণ খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন






