পড়া হয়েছে: 84
চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
অভিযানে সড়ক আইন লঙ্ঘনের দায়ে চারটি যানবাহনের বিরুদ্ধে মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি নিয়মবহির্ভূতভাবে চলাচল করায় আটটি হিউম্যান হলার ডাম্পিং করা হয়।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নগরীর সিরাজউদ্দৌলা রোড ও মুরাদপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা।
তিনি জানান, নগরীর সড়কগুলোতে যান চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ও দুর্ঘটনা রোধে এই অভিযান পরিচালিত হয়েছে। জরিমানার পাশাপাশি অনেক চালককে সড়ক আইন মেনে চলার বিষয়ে সতর্ক করা হয়।
ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালু থাকবে বলে জানান তিনি।
চাটগাঁ নিউজ/এমকেএন






