রাঙামাটি রুটে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তি

চাটগাঁ নিউজ ডেস্ক: সৌদিয়া পরিবহন ও রাঙামাটি মোটর মালিক সমিতির মধ্যে চলমান দ্বন্দ্ব চরমে পৌঁছানোয় রাঙামাটির সঙ্গে সড়ক যোগাযোগে বড় ধরনের অচলাবস্থা দেখা দিয়েছে। এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম-রাঙামাটি মোটর মালিক সমিতি অনির্দিষ্টকালের জন্য রাঙামাটি রুটে সব ধরনের বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকে রাঙামাটির সঙ্গে ঢাকা ও দেশের অন্যান্য রুটে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ হয়ে যায়। হঠাৎ এই সিদ্ধান্তে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

মোটর মালিক সমিতির সূত্র জানায়, গত ৩০ ডিসেম্বর সৌদিয়া পরিবহন রাঙামাটি-ঢাকা রুটে দুটি বাস চালু করলেও তারা সমিতির নির্ধারিত টোকেন ফি পরিশোধ করছিল না। এ নিয়ে বিরোধের জেরে বুধবার সৌদিয়া পরিবহনের কাউন্টার বন্ধ করে দেওয়া হয়। এর প্রতিবাদে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই বৃহস্পতিবার সকাল থেকে বাস চলাচল বন্ধ রাখা হয়।

সৌদিয়া পরিবহনের রাঙামাটি কাউন্টারের ব্যবস্থাপক আরমান হোসেন অভিযোগ করে বলেন, সব ধরনের অনুমতি নিয়েই তারা বাস চালু করেছিলেন। কিন্তু বুধবার হঠাৎ রাঙামাটি মোটর মালিক সমিতির লোকজন কাউন্টারে তালা লাগিয়ে দেন। পরে সেনাবাহিনীর সহায়তায় তালা খুলে দেওয়া হয় এবং সংকট সমাধানে রবিবার বৈঠকের আশ্বাস দেওয়া হয়েছিল। অথচ বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা তাদের একটি এসি বাস আটকে দেওয়া হয় এবং যাত্রীদের রাউজানে নেমে যেতে বাধ্য করা হয়।

অন্যদিকে, রাঙামাটি মোটর মালিক সমিতির কার্যালয়ের ব্যবস্থাপক সৈয়দ মোহাম্মদ তালুকদার জানান, বিষয়টি নিয়ে বিকাল ৪টায় জেলা প্রশাসনের সঙ্গে জরুরি বৈঠক রয়েছে। আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

রাঙামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন বলেন, উদ্ভূত পরিস্থিতি সমাধানে প্রশাসন কাজ করছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top