বাকলিয়া থেকে মিতু হত্যা মামলার আসামি ভোলা আটক

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের আলোচিত সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার অন্যতম আসামি এহতেশামুল হক ওরফে ভোলাকে আটক করেছে পুলিশ।

বুধবার (২১ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে নগরের বাকলিয়া এলাকার কল্পলোক আবাসিক মিডিয়া টাওয়ারের সামনে থেকে তাকে আটক করা হয়।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে ওই এলাকা থেকে এহতেশামুল হক ওরফে ভোলাকে হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

পুলিশ সূত্রে জানা গেছে, এহতেশামুল হক একজন তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। এর আগে চট্টগ্রাম নার্সিং কলেজের শিক্ষিকা অঞ্জলী রানী দেবী হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছিল।

উল্লেখ্য, ২০১৫ সালের ১০ জানুয়ারি নগরের পাঁচলাইশ থানার তেলিপট্টি এলাকায় নিজ বাসার সামনে অঞ্জলী রানী দেবীকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তার স্বামী ডা. রাজেন্দ্র চৌধুরী অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি প্রথমে পুলিশ এবং পরে গোয়েন্দা পুলিশ তদন্ত করে।

এর পরের বছর ২০১৬ সালের ৫ জুন চট্টগ্রামের ও আর নিজাম সড়কে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় খুন হন সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। সে সময় তার স্বামী বাবুল আক্তার এসপি পদে পদোন্নতি পেয়ে চট্টগ্রাম ছেড়ে ঢাকায় নতুন কর্মস্থলে যোগ দিয়েছিলেন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top