বিসিবির সামনে ২৪ ঘণ্টার আল্টিমেটাম, না খেললে স্কটল্যান্ড

ক্রীড়া ডেস্ক: ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) করা আবেদন গ্রহণ করেনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

বুধবার (২১ জানুয়ারি) অনুষ্ঠিত জরুরি বোর্ড সভায় আইসিসি স্পষ্টভাবে জানিয়ে দেয়, নির্ধারিত সূচি অনুযায়ী টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে ভারতেই এবং বাংলাদেশ দলকে সেখানেই খেলতে হবে।

ভারতের মাটিতে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে বিসিবির পক্ষ থেকে একাধিকবার উদ্বেগ জানানো হলেও আইসিসি তা আমলে নেয়নি। সভায় আইসিসি জানায়, স্বাধীন নিরাপত্তা সংস্থাগুলোর মূল্যায়নে ভারতে বাংলাদেশ দলের জন্য কোনো উল্লেখযোগ্য ঝুঁকির প্রমাণ পাওয়া যায়নি।

১৬ সদস্যবিশিষ্ট বোর্ড সভায় ১৪ জন সদস্য ভারতের পক্ষে মত দেন। ফলে ভেন্যু শ্রীলঙ্কায় স্থানান্তর কিংবা গ্রুপ পুনর্বিন্যাস করে আয়ারল্যান্ডের সঙ্গে অদলবদলের প্রস্তাবও সরাসরি বাতিল হয়ে যায়।

আইসিসি এক বিবৃতিতে জানায়, টুর্নামেন্টের সফল আয়োজনের স্বার্থে কোনো একটি দেশের জন্য পুরো সূচিতে পরিবর্তন আনা সম্ভব নয়। একই সঙ্গে বিসিবিকে জানানো হয়, বাংলাদেশ যদি ভারতে খেলতে অস্বীকৃতি জানায়, তবে বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হবে।

অর্থাৎ বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করতে হলে ভারতের মাটিতেই খেলতে হবে শান্ত-হৃদয়দের।

আইসিসির পক্ষ থেকে আরও বলা হয়, বাংলাদেশ দলের খেলোয়াড়, কোচিং স্টাফ, কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও দর্শকদের নিরাপত্তা নিয়ে একাধিকবার পর্যালোচনা করা হয়েছে। স্বাধীন নিরাপত্তা মূল্যায়নসহ সব প্রতিবেদনে ভারতের কোনো ভেন্যুতেই বিশ্বাসযোগ্য হুমকির তথ্য পাওয়া যায়নি।

সংস্থাটি মনে করছে, টুর্নামেন্ট শুরুর এত কাছাকাছি সময়ে সূচি বা ভেন্যু পরিবর্তন বাস্তবসম্মত নয়। তাছাড়া নির্দিষ্ট কোনো নিরাপত্তা ঝুঁকি প্রমাণিত না হলে সূচি বদল ভবিষ্যতের আইসিসি ইভেন্টগুলোর জন্য ঝুঁকিপূর্ণ দৃষ্টান্ত তৈরি করতে পারে, যা সংস্থাটির নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নের মুখে ফেলবে।

আইসিসি জানিয়েছে, বিষয়টি নিয়ে বিসিবির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হয়েছিল এবং ভারতের কেন্দ্রীয় ও রাজ্য পর্যায়ের আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে প্রস্তুত করা বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনার বিস্তারিত তথ্য বিসিবিকে সরবরাহ করা হয়েছে।

আইসিসির ভাষ্য অনুযায়ী, ভেন্যু ও সূচি নির্ধারণে সব দলের জন্য একই নীতি প্রযোজ্য। প্রমাণিত নিরাপত্তা হুমকি ছাড়া ভেন্যু পরিবর্তন করলে অন্য দল ও দর্শকদের জন্য বড় ধরনের লজিস্টিক জটিলতা তৈরি হবে।

এই সিদ্ধান্তের পর এখন চূড়ান্ত সিদ্ধান্ত বিসিবির হাতে। তবে ভারতের মাটিতে দল পাঠানোর বিষয়টি কূটনৈতিক ও সরকারি পর্যায়ের অনুমোদনের ওপর নির্ভর করছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে আইসিসিকে বিসিবিকে জানাতে হবে তারা এই সিদ্ধান্ত মেনে নেবে কি না।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top