পারিবারিক কলহের জেরে শিশুকে আছাড় মেরে হত্যা

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামের মিরসরাইয়ে পারিবারিক কলহের জেরে আব্দুল্লাহ নামে তিন বছরের এক শিশুকে মাথায় তুলে আছাড় মেরে হত্যা করা হয়েছে।

আজ বুধবার (২১ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শিশু আবদুল্লাহ ওই এলাকার নুরুল আলম রাসেলের ছেলে বলে জানা গেছে।

নিহতের দাদী মোছাম্মৎ জোৎস্না আরা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, প্রতিবেশী দ্বীন ইসলামের সাথে তাদের পরিবারের জায়গা-জমি সংক্রান্ত দীর্ঘদিন দ্বন্দ্ব চলমান।

আজ দুপুরে এক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দ্বীন ইসলাম আমার ছেলেকে মারতে আসে। পরে আমার ছেলের নাগাল না পেয়ে আমার নাতি আবদুল্লাহকে মাথায় তুলে আছাড় মারে নরপিশাচ দ্বীন ইসলাম। তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানান, পারিবারিক কলহে এক শিশুর মৃত্যুর ঘটনায় ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেয়েছি, আইনানুগ ব্যবস্থাও নেয়া হবে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top