চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় খাবারে নিষিদ্ধ ইন্ডাস্ট্রিয়াল রংসহ বিভিন্ন অনিয়মের দায়ে ‘হাজী কাচ্চি ঘর’ নামে একটি প্রতিষ্ঠান সিলগালা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই অভিযানে আরও দুটি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) মোহরা এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। অভিযানে সহকারী পরিচালক মাহমুদা আক্তার উপস্থিত ছিলেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, হাজী কাচ্চি ঘরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, রান্নায় বিপুল পরিমাণ নিষিদ্ধ কেমিক্যাল ও ক্ষতিকর ইন্ডাস্ট্রিয়াল রঙ ব্যবহার এবং ব্যবহারের উদ্দেশ্যে এসব রং মজুদ রাখার প্রমাণ পাওয়া যায়। এছাড়া নষ্ট ও বাসি গ্রিল এবং বিভিন্ন ধরনের চিকেন ফ্রাই বিক্রির অভিযোগে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।
একই অভিযানে মেয়াদোত্তীর্ণ কেক ও রসমালাই বিক্রির দায়ে দোহা ফুডকে ১৫ হাজার টাকা এবং অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি ও মেয়াদোত্তীর্ণ পাউরুটি রাখার অপরাধে খাজা স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
চাটগাঁ নিউজ/এমকেএন







