বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যাত্রীর

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সড়ক দুর্ঘটনায় আলী হোসেন (৪৭) নামে এক সিএনজি অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। নিহত ব্যক্তি শেখেরখীল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আলী বলির পাড়া এলাকার বাসিন্দা আমির হামজার ছেলে।

আজ বুধবার (২১ জানুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে সাঙ্গু নদীর দক্ষিণ পাশে পেট্রোল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রাম শহর থেকে বাঁশখালীগামী একটি সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই যাত্রীর মৃত্যু হয়।

রামদাস মুন্সির হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তপন কুমার বাকচী জানান, ভোরে ঘন কুয়াশার কারণে সড়কে দৃশ্যমানতা কম ছিল। ধারণা করা হচ্ছে, ওভারটেকিংয়ের সময় অন্য যানবাহন স্পষ্টভাবে দেখতে না পাওয়ায় দুর্ঘটনাটি ঘটতে পারে। দুর্ঘটনাকবলিত সিএনজি অটোরিকশাটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top