পড়া হয়েছে: 132
চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর চকবাজারের চটেশ্বরী রোডে অবস্থিত মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান ‘মিষ্টিমুখ’ কারখানায় বিশেষ অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে প্রতিষ্ঠানটিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া হক।
জানা যায়- কারখানাটিতে অস্বাস্থ্যকর পরিবেশে অনিবন্ধিতভাবে খাদ্যপণ্য উৎপাদন, মেয়াদোত্তীর্ণ ও পচা-বাসি খাদ্যপণ্য সংরক্ষণের মতো অসঙ্গতি ধরা পড়ে। এসব অপরাধের কারণে প্রতিষ্ঠানটির মালিকপক্ষকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
এ সময় অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা ও মেট্রোপলিটন অফিসের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম সিটি করপোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর এবং চকবাজার থানা পুলিশের টিম সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
চাটগাঁ নিউজ/এমকেএন







