চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম বোয়ালখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জাহেদুল হককে ঢাকায় গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে জুলাই গণহত্যাসহ ঢাকা ও চট্টগ্রামে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।
জাহেদুলের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পশ্চিম শাকপুরায়। তিনি স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য। এছাড়া, তিনি বোয়ালখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।
পুলিশ জানিয়েছে, আওয়ামী লীগ নেতা জাহেদুল হকের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় একাধিক মামলা, ব্যাংক জালিয়াতি, রাজনৈতিক প্রভাব খাটানো ও জমি দখলের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ নতুন নয়। তার বিরুদ্ধে এলাকার কেউ প্রকাশ্যে অভিযোগ তুলতে সাহস করে না। বিগত সরকারের শাসনামলে দলীয় প্রভাব খাটিয়ে সৎ ভাইদের সম্পত্তি দখলের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
জাহিদুল হকের বিরুদ্ধে বাবার প্রতিষ্ঠিত পশ্চিম শাকপুরা আমেনিয়া ফররুখীয়া নুরীয়া ইবতেদায়ী মাদ্রাসার ১৫ কোটি টাকা আত্মসাৎ এবং বাড়ি ভাড়ার প্রায় ১৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ তুলেছেন তার সৎভাই নেছারুল হক। তিনি বলেন, ‘জান-মালের নিরাপত্তা চেয়ে একাধিক সংবাদ সম্মেলন করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছিলাম।’
সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী হয়ে তিনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। তখন তার বিরুদ্ধে কারচুপির অভিযোগ উঠেছিল।
পুলিশ আরো জানায়, জাহেদুল হক চট্টগ্রাম নগরীর বাকলিয়া ও খুলশী থানায় জুলাই অভ্যুত্থানে হামলার এজাহারভুক্ত আসামি। রাজধানীর ধানমন্ডি থানায়ও তার রিরুদ্ধে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ঢাকা ও চট্টগ্রামের আদালতে মামলা রয়েছে।
প্রসঙ্গত গত ৪ জুলাই চট্টগ্রাম ক্লাবে তার ছেলের বিয়ের অনুষ্ঠান চলাকালীন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা তার গ্রেপ্তারের দাবিতে অবস্থান নিলে তিনি পুলিশের সহায়তায় পরিস্থিতি এড়িয়ে পরদিন বিদেশে পালিয়ে যান। সম্প্রতি তিনি দেশে ফেরার পর ডিবি পুলিশের জালে ধরা পড়েন।
চাটগাঁ নিউজ/জেএইচ







